Read more
how to make LED chain light বন্ধুরা আজ আমি এই কন্টেনের ভিতরে জানাবো মরিচ বাতি কিভাবে বানায় এবং মরিচ বাতি বানাতে আপনাদের কি কি প্রয়োজন হবে সবই তথ্য এখানে দেওয়া থাকবে।মরিচ বাতি অনেকভাবেই বানানো সম্ভব কিন্তু মরিচ বাতি বাড়ানোর কিছু নিয়ম আছে।
১০ থেকে ৫০,৬০টার মতো এলইডি আমরা প্যারালাল কানেকশন করি তাহলে আমরা ফাইভ বোর্ড ডিসি বোর্ড অর্থাৎ চার্জার অথবা ব্যাটারি দিয়েই একসাথে জ্বালাতে পারবো এই ৫০ থেকে 60 এলইডি
এখন প্রশ্ন হল প্যারালাল কানেকশন কি
বন্ধুরা প্যারালাল কানেকশন আমি সহজভাবে যদি বুঝাতে চাই দুইটি তার নিবেন কোন পজেটিভ ওই দুইটি তারের সাথে নেগেটিভ এর সাথে এলইডি লাইটের নেগেটিভ এবং পজেটিভ এর সাথে এলইডি লাইটের পজেটিভ পরপর একের পর ১৬০টি এলইডি একসাথে সংযোগ করলে হয় তাকে প্যারালাল কানেকশন বলে বা ওই ভাবেই আপনার এলইডির চেনটি। মাত্র ৫ ভোল্ট ডিসি পাওয়ারে ব্যবহার করা যাবে।
বন্ধু এবার আমরা জানবো সিরিজ কানেকশন কাকে বলে?
বন্ধুরা এখানে শিরিষ কানেকশন হলো নেগেটিভ পজেটিভ নেগেটিভ পজেটিভ এইভাবে পরপর যে কানেকশনটি আমরা করে থাকি অর্থাৎ নেগেটিভ এর সাথে পজেটিভ লেগ এবং পজেটিভ এর সাথে নেগেটিভ এভাবে পরপর যে কানেকশনটি আমরা করে থাকি সেটাকেই সিরিজ কানেকশন বলে এটা আমি এক কথায় সহজে বুঝানোর চেষ্টা করেছি বন্ধুরা।
এই সিরিজ কানেকশন করলে কি হয়
বন্ধুরা এলইডি লাইটের পাওয়ার কনজিউম করার ক্ষমতা বেড়ে যায়।
ধরা যাক একটি এলইডি লাইটের পাওয়ার কনজিউম করার ক্ষমতা ১.৫ ভোল্ট
সংযোগ করলে আমাদের সাড়ে চার ভোল্ট কনজিউম করবে অর্থাৎ পাঁচ ভোল্টের যে কোন ধরনের ব্যাটারি অথবা চার্জার এর সাথে ব্যবহার করা যাবে।সংযুক্তি এইভাবে করতে হবে নেগেটিভ পজেটিভ নেগেটিভ পজেটিভ এইভাবে।
বন্ধুরা এবার কথা হল আমাদের লাইটটি সরাসরি এসি ভোল্ট নিতে পারে কিনা।
আমার জানামতে কোন এলইডি লাইট সরাসরি এসি ভোল্টেজ নিতে পারেনা।
এর জন্য আমাদের ডিসি ভোল্টেজ প্রয়োজন হয়।
ব্রিজ রেকটিফায়ার কিভাবে তৈরি করতে হয়।
এই সম্পর্কে পরবর্তী পোস্টে এর সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে।
রেক্টিফায়ার তৈরি করে বন্ধুরা আমরা যদি একটি এলইডি লাইটের চেন তৈরি করতে চাই তাহলে সিরিজ কানেকশন করে 70 থেকে 80d led এর মাথায়। ব্রিজ রেকটিফায়ার লাগাতে হবে ।
0 Reviews